আমার নারায়ণগঞ্জঃ
জেল থেকে বের হয়েই ফের রমরমা মাদক ব্যবসা শুরু করেছেন নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার হাজীগঞ্জ বাঁশমুলি এলাকার মৃত আফতাব উদ্দিনের পুত্র নূর ইসলাম ওরফে নইচ্ছা। এতে করে আবারো মাদকসেবিদের যাতায়াত শুরু হয়েছ হাজীগঞ্জ এলাকায়।
আইনের ফাঁকফোকরে যতবারই পুলিশ তাকে গ্রেপ্তার করছেন ততবারই অল্প সময়ের ব্যবধানে আইনের ফাঁকফোকরে জামিনে বেরিয়ে আসেন মাদক সম্রাট নইচ্ছা। তার নামে ফতুল্লা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
গত ২৮ই ফেব্রুয়ারী তারিখে ফতুল্লা মডেল থানা পুলিশ ৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেন নুর ইসলাম ওরফে নইচ্ছাকে। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। তাকে গ্রেপ্তারের খবর শুনে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছিল।
এদিকে জামিনে জেল থেকে ছাড়া পেয়ে আবারো মাদক ব্যবসা শুরু করেছেন মাদক সম্রাট নইচ্ছা। এতে এলাকার সচেতন মহল ও অভিভাবকরা আবারো উদ্বেগ উৎকণ্ঠায় পড়েছেন। কারন উঠতি বয়সী যুবকরা মাদকাসক্ত হয়ে পড়াশোনা ও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন।
নইচ্ছার মাদক ব্যবসা বন্ধ করা না গেলে যুব সমাজ দিনেদিনে খারাপের দিকে ধাবিত হবে বলে
শঙ্কায় আছেন অভিভাবকরা।
মাদক ব্যবসায়ীদের বেপরোয়া চলাফেরা ও অবৈধ টাকার প্রভাবে ফতুল্লা হাজীগঞ্জ এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটছে। মাদক ব্যবসায়ীদের কাছে সাধারন মানুষ কতটা অসহায়।
মাদক সম্রাট নইচ্ছার মাদক কেনাবেচা বন্ধ করতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।