1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

বন্দরে দেশীয় অস্ত্রসহ ৫জন দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ

কুমিল্লা টু ঢাকাগামী মহাসড়কের অন্ধকারাচ্ছন্ন স্থানে ডাকাতি করা কালে দেশীয় অস্ত্রসহ ৫ জন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করে র‍্যাব-১১।

র‌্যাব-১১ সোমবার ( ১৭ এপ্রিল) শেষ রাতে জেলার বন্দর থানার মদনপুর এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বন্দর থানার মদনপুর রাফি ফিলিং স্টেশনের পূর্বপাশের। কুমিল্লা টু ঢাকাগামী মহাসড়কের অন্ধকারাচ্ছন্ন স্থানে ডাকাতি করা কালে দেশীয় অস্ত্রসহ ৫ জন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ডাকাত সর্দার রাজিম মিয়া (৩০) পারভেজ খান (২২) ইউসুফ মিয়া (২২), মোঃ আবির (২৬) ও রাশেদ আলম (২৬)। অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ২টি চাপাতি, ৬টি রামদা, ১টি ছোরা এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি মটর সাইকেল উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার অপরাধী এবং সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা বর্তমানে ঢাকা টু কুমিল্লা মহাসড়কের পাশে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত। তারা দেশীয় অস্ত্র ব্যবহার করে ডাকাতি সংঘটিত করে। সাধারনত মহাসড়কের পাশে অন্ধকারাচ্ছন্ন জায়গায় নিরীহ লোকজন ও যানবাহনকে টার্গেট করে ডাকাতি করে থাকে। রাজিম গ্যাং তাদের সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে অত্র এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। সোমবার রাজিম গ্যাং-এর সর্দার রাজিমসহ ৫ জন ডাকাতকে ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে দেশীয় অস্ত্রসস্ত্রসহ গ্রেফতার করা হয়।

উক্ত ডাকাতদের গ্রেফতারের পর এলাকার জনগনের মধ্যে আনন্দ উচ্ছাস ছড়িয়ে পরে। এছাড়াও জানা যায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD