আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনগঞ্জ-মদনপুর সড়কে রোববার সকালে সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
সকাল ১০টার দিকে উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ফুলহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ লাখনখোলা গ্রামের তারা নিয়ার ছেলে জহিরুল ইসলাম (৪২) ও গাইবান্দা জেলার মুকুল (৪০)।
স্থানীয়দের বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, চারজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা লক্ষনখোলা বাসস্ট্যান্ড থেকে মদনপুরের দিকে যাচ্ছিল। পথে মদনপুর থেকে একটি দ্রুতগামী ট্রাক বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং অপর দুই যাত্রী গুরুতর আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের মর্গে রেখেছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।