আমার নারায়ণগঞ্জ(ফতুল্লা প্রতিনিধি)ঃ
লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ সিটি এবং লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির উদ্দ্যেগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ই এপ্রিল শনিবার সন্ধ্যায় ফতুল্লার কায়েমপুর এলাকার ফয়জুন্নেছা রোমান নুরানী হিফযুল কোরআন ও দাখিল মাদরাসাস্থ মসজিদে এ আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা যুবলীগ নেতা ইশতিয়াক ইসলাম নাহিদ।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ সিটি’র পরিচালক এবং লায়ন্স জেলা ৩১৫ এ২ এর রিজোন চেয়ারপারসন হেডকোয়াটার লায়ন (এড) নবী হোসেন। ছিলেন- লিও জেলা সচিব এবং লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির সাবেক সভাপতি লিও কাজল সরকার, লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির সভাপতি লিও আরজু আহম্মেদ রুবেল, সাবেক সভাপতি লিও রাজিবুল ইসলাম, ১ম সহ সভাপতি লিও সাদিয়া ইসলাম মিম, ক্লাব কোষাধ্যক্ষ লিও বিনি ইয়ামিন সিয়াম সহ আরও অনেকে।