আমার নারায়ণগঞ্জঃ
রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ তিলোত্তমা আঞ্জুমান মহিলা মাদ্রাসা ও এতিমখানা এবং সুবিধা বঞ্চিত ১৫০ জন শিশুদের মাঝে ঈদের নতুন জামা কাপড় বিতরণ করা হয়েছে।
১৫ই এপ্রিল রোজ শনিবার সকাল ১১টায় আঞ্জুমান মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা শিক্ষার্থী ও পথশিশুদের মাঝে এই ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব মিডটাউনের পাস্ট প্রেসিডেন্ট তাসবি হুসাইন, সিপি কবির হোসেন, পিপি আসাদুজ্জামান আসাদ, পিপি মহিউদ্দিন মাহমুদ, ক্লাব এডভাইজার শহিদুল আলম বাপ্পিসহ আমন্ত্রিত অতিথিরা। প্রজেক্ট চেয়ার মুন্নি রহমান অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং বলেন রোটারী ক্লাব অব তিলোত্তমার প্রেসিডেন্ট রহিমা শরীফ মায়া বর্তমানে ব্যক্তিগত কাজে চাঁদপুর থাকার দরুণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি। তিনি সবাইকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান। ক্লাব এডভাইজার প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পিপি আসাদুজ্জামান আসাদ চমৎকার এই প্রজেক্টটির জন্য প্রজেক্ট চেয়ার সহ সকলকে ধন্যবাদ জানান এবং তিনি সর্বাত্মক সহযোগিতা দেয়ার আশ্বাস দেন। পিপি মহিউদ্দিন মাহমুদ ছোট ছোট বাচ্চাদের মাঝে উপস্থিত হয়ে এই মহতী কাজে শরীর হতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং তিলোত্তমার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সিপি কবির হোসেন তার বক্তব্যে চমৎকার এই প্রজেক্ট এর জন্য প্রজেক্ট সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। প্রধান অতিথি জনাব তাসবি হুসাইন তার বক্তব্যে বলেন, এই সুন্দর প্রজেক্টে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এই ছোট ছোট ছেলে মেয়েদের মাঝে ঈদের জামা কাপড় বিতরণ করার জন্য তিলোত্তমাকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যিকার অর্থেই এই আয়োজনটি সফল ও সুন্দর হয়েছে, প্রজেক্ট চেয়ারসহ অন্যান্য যারা এই প্রজেক্ট সফল করতে সহযোগিতা করেছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি মাদ্রাসা শিক্ষার্থীদের কথা দেন যে, একদিন তাদের সাথে খাবার খেতে আসবেন। তিনি তার সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিপি শহিদুল আলম বাপ্পি। বক্তব্য শেষে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এবং বাচ্চাদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।