আমার নারায়ণগঞ্জঃ
সিদ্ধিরগঞ্জে ৪,০০০(চার হাজার) পিস ইয়াবা সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
৯ই এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অভিযানিক দল জানতে পারে যে, কুমিল্লা থেকে ইয়াবা নিয়ে একটি মাদক চক্র নারায়নগঞ্জ আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি চিটাগাং রোড এলাকায় ওঁত পেতে থাকে।
৯ই এপ্রিল রাত ০১ঃ১০ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড সংলগ্ন জনৈক নাঈম এর দোকানের সামনে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে থেকে ৪,০০০(চার হাজার) পিচ ইয়াবাসহ ১। মোঃ মুন্তাজ (৪৫), পিতা-মৃত তসিব উদ্দিন মন্ডল, সাং-উত্তর দরিয়াবাদ, ওয়ার্ড নং ০১, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর, এ/পি সাং আমলীয় মডেল টাউন এর গেইটে চায়ের দোকান (গ্রীণ লাইন ট্রেনিং সেন্টারের পিছনে), থানা—ডেমরা, ডিএমপি, ঢাকা, ২। জামাল মুন্সী (৩৮), পিতা-সোহরাব মুন্সী, সাং ব্রাহ্মনপাড়া, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর, এ/পি সাং রানিমহল (পংকু মিয়া মসজিদের পিছনে কাশেমের বাড়ীর ভাড়াটিয়া), থানা-ডেমরা, আসামীদেরগ্রেপ্তার করতে সক্ষম হয়।
মাদক কারবারি চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের লক্ষে অভিযান অব্যাহত আছে। ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রকৃয়াধীন রয়েছে।