1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

বন্দরে সার ভর্তি ট্রাক থেকে ১০ হাজার ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

  • প্রকাশিতঃ রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
বন্দরে সার বোঝাই একটি ট্রাকে তল্লাসী চালিয়ে ১০,৮০০ পিচ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

রোববার ৯ এপ্রিল সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এসময় ট্রাক চালক আল আমিন(২৫), হেলপার আশিক চৌধুরী (২২) ও মাদক কারবারি মো. সৈয়দ করিম(২৮) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, কক্সবাজার থেকে একটি সার ভর্তি ট্রাক ইয়াবার চালান নিয়ে ফরিদপুর যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে রোববার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় সার বোঝাই ট্রাকটি ( ঢাকামেট্রো- ট- ১৩-১৩০৯) পৌঁছালে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর এইচএম মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাশি চালিয়ে ১০,৮০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ইয়াবা চালান পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চালক, হেলপার ও একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন, মাদক কারবারি মো.সৈয়দ করিম, কক্সবাজার সদর উপজেলার পশ্চিম লাহাড়পাড়া, ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আবু শর্মার ছেলে, চালক মো. আল-আমিন, ফরিদপুর সদর শোলাকুন্ডু এলাকার মৃত কলিম উদ্দিন শেখের ছেলে, হেলপাট মো. আশিক চৌধুরী, ফরিদপুর মধুখালী থানার দস্তরধিয়া গ্রামের মো. নওয়াব আলী চৌধুরীর ছেলে। ইয়াবার চালান বহনের অপরাধে ট্রাকটি জব্দ করা হয়। এঘটনায় বন্দর থানায় নিয়মিত মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD