আমার নারায়ণগঞ্জঃ
ফতুল্লার পৌষাপুকুরপাড়স্থ টাগারপাড় থেকে হেরোইনসহ উজ্জল (৩২) নামের এক মাদক বিক্রেতা কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত উজ্জল ফতুল্লা মডেল থানার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার মিরাজ মিয়ার পুত্র।
বৃহস্পতিবার রাতে তাকে পৌষাপুকুরপাড়স্থ টাগারপাড়ের সিনসিবল গার্মেন্টসের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে ৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় শির্ষস্থানীয় মাদক ব্যবসায়ী টিটু।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আটটার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির (টু) সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা মডেল থানার পৌষাপুকুরপাড়স্থ টাগারপাড়ের সিনসিবল গার্মেন্টসের সামনে অভিযান চালিয়ে ৫৫ পুরিয়া হেরোইন সহ উজ্জল কে গ্রেফতার করে।
তবে পুলিশের উপস্থিতি টের পালিয়ে যেতে সক্ষম হয় উদ্ধারকৃত মাদক চালানের হোতা শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী টিটু। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।