1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে ৩৯৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
সোনারগাঁয়ে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃত যুবক মাদক ব্যাবসায়ী। শুক্রবার (৭ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়ার ফ্রেশ সুপার মার্টের সামনে ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে তাকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ৩৯৬ বোতল ফেন্সিডিল, কাভার্ডভ্যান, নগদ ১ হাজার ৪০ টাকা, ১টি মোবাইল, ১ টি সীম ও ১ টি জাতীয় পরিচয় পত্র উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃত যুবকের নাম মো. রনি (২৫)। সে লক্ষীপুরের ভবানীগঞ্জ পিয়ারাপুর এলাকার মো. শিমলের ছেলে।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায় যে, দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য ফেন্সিডিল অভিনব পন্থায় সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD