1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন

আড়াইহাজারে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
আড়াইহাজারে পানিতে ডুবে জুনায়েত আলী নামে ছয় বছরের এক স্কুল ছাত্র মারা গেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে আড়াইহাজার পৌরসভার দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জুনায়েত ওই এলাকার আক্কাস আলী আলীর ছেলে ও দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে অন্য শিশুদের সঙ্গে খেলতে যায় জুনায়েত। স্কুলে যাওয়ার জন্য পরিবারের লোকজন খুঁজতে থাকে। পরে আশপাশ এলাকায় খুঁজেও কোথাও পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ খোঁজার পর দুপুর ১২টার দিকে বাড়ির পাশে সুমনের পুকুরে তার মরদেহ ভেসে উঠে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD