আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে তিন হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- কুমিল্লার মেঘনার আলগি এলাকার আব্দুর রবের ছেলে রনি (২৪) এবং নারায়ণগঞ্জ বন্দরের আব্দুল জাহেরের ছেলে রবিন মিয়া (২৩)।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম সুমন শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (৩১ মার্চ) রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।
ওসি মাহবুব আলম জানান, সোনারগাঁয়ের মোঘরাপাড়া চৌরাস্তা এলাকার ইয়াসিনের বিরিয়ানির দোকানের ভেতরে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। তারা চিহ্নিত মাদক কারবারি।
আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।