1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২২ অপরাহ্ন

সোনারগাঁয়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ এলাকায় পিরোজপুর, রতনপুর, ভবনাথপুরসহ পাঁচটি গ্রামের অবৈধ আবাসিক গ্যাস সংযোগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় ওই এলাকার নারী-পুরুষ একত্রিত হয়ে পিরোজপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান। এ সময় জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর।

তিতাস গ্যাস সোনারগাঁ আঞ্চলিক বিপনন কেন্দ্রের উপ-মহা ব্যবস্থাপক সুরুজ আলম বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস নিয়ে বাসাবাড়িতে রান্নার কাজ চালিয়ে আসছিল এ এলাকার মানুষ।  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ছয় কিলোমিটার এলাকার পাইপ লাইন তুলে নেওয়া হয়।

অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD