1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

আড়াইহাজারে দুটি বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১২১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তারের নেতৃত্বে উপজেলার শিবপুর ও মুকুন্দী এলাকায় এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার আমার নারায়ণগঞ্জকে বলেন, আড়াইহাজারের শিবপুরের মদিনা বেকারিতে কাগজপত্র ঠিক না থাকায় ও অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং প্রতিষ্ঠান মালিক বিল্লালকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

তিনি বলেন, আরেক অভিযানে উপজেলার মুকুন্দী এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন না থাকা ও অপরিচ্ছন্ন থাকায় ভাই-বন্ধু বেকারিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করে প্রতিষ্ঠান মালিক গফুরকে সতর্ক করা হয়।

অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তা রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম) আজমির খান মজলিশ, আড়াইহাজার থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান ও ইমরান হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে, অভিযানে খবর পেয়ে অন্য দোকানিরা দোকান বন্ধ করে পালিয়ে যান।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD