1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

নিতাইগঞ্জে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ভেঙে গুড়িয়ে দিয়েছে নাসিক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
শহরের নিতাইগঞ্জে বিস্ফোরণে একাংশ ধ্বসে যাওয়া সেই ভবনটি গুঁড়িয়ে দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।

বুধবার (২২ মার্চ) দুপুরে ভেকু মেশিন দিয়ে ভবনটি গুড়িয়ে দেওয়া হয়। এর আগে ২১ মার্চ দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজউকের প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগ, তিতাস গ্যাসের প্রতিনিধি, গণপূর্ত ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ওই দিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম বলেছিলেন, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মানুষের নিরাপত্তার জন্য এটা দ্রুত অপসারণ প্রয়োজন। আমরা খুবই জরুরি ভিত্তিতে এটা অপসারণের ব্যবস্থা নিবো। তার এ ঘোষণার একদিন পর ভবনটি গুড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পরিকল্পনা কর্মকর্তা মইনুল হক বলেন, সাধারণ জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ মার্চ সকালে নিতাইগঞ্জের ডাইলপট্টি এলাকার আর কে দাস রোডের ইলিয়াস দেওয়ানের স্ত্রী নাজমা দেওয়ানের মালিকানাধীন পুরোনো ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় আওলাদ হোসেন (৬০) নামে এক শ্রমিক নিহত হন। আহত হন আরও ৯ জন। পরে ইকবাল হোসেন (৪০) ও শাহজাহান (৪০) নামে আরও দুই শ্রমিক মারা যায়।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD