নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ঘন ঘন বিদ্যুত লোডশেডিংয়ে বিপর্যস্থ জনজীবন। একেতো গরমের দিন, তার উপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুত বিভ্রাট। এতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। অসহায় হয়ে পড়েছেন কর্মজীবী মানুষ ও গৃহবধূরা। গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা। ব্যাহত হচ্ছে অফিস-আদালতের স্বাভাবিক কাজকর্মের হাজারো কর্মঘন্টা।
প্রচণ্ড গরমে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে বন্দর এলাকার বাসিন্দারা। দিনরাত ৮-১০ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। বিঘ্ন হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা ও ঈদের বেচাকেনা। এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।
বিদ্যুতের আসা-যাওয়ার কারণে ফ্রিজ, টিভি, ফ্যান, কম্পিউটার, বাতি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ ছাড়া যেকোনো সময় শর্টসার্কিটের কারণে ঘটতে পারে দুর্ঘটনা।
বন্দর রেল লাইন এলাকার বাসিন্দারা জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বারবার লোডশেডিং হয়। প্রচণ্ড গরমে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটছে।
বন্দর চৌধুরী বাড়ি এলাকার ডেইজি আক্তার বলেন, ‘কয়েক দিন ধরে বিদ্যুৎ আসা-যাওয়া করছে। গরমে বাসায় থাকা যায় না। কেন এত লোডশেডিং হয় জানি না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন বিষয়টি সুরাহা করে।’