1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ এবং বন্দর থানায় মামলা প্রসঙ্গে আলী হায়দার শামীমের বক্তব্য

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৭১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ এবং বন্দর থানায় মামলা প্রসঙ্গে বক্তব্য প্রদান করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলী হায়দার শামীম।

বক্তব্য হুবুহু তুলে ধরা হলো

গত ১৬ ই মার্চ বৃহস্পতিবার বন্দর থানার ফরাজিকান্দা এলাকায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমি আলী হায়দার শামীম (পিতা মরহুম রুস্তম আলী ডাক্তার) নারায়ণগঞ্জ জেলা কেবল টিভি অনার্স( ডিস লাইন) অ্যাসোসিয়েশনের সভাপতি এবং নারায়ণগঞ্জ শহর উন্নয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, গত ১৬ ই মার্চ বৃহস্পতিবার বন্দরের ফরাজীকান্দা এলাকায় সংঘর্ষের ঘটনার সাথে আমার কোন রকম সম্পর্ক নাই। আমি ঘটনা স্থলে ছিলাম না ।আমি সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি যে, সংঘর্ষ চলাকালে সেখানে পুলিশ উপস্থিত ছিল। পুলিশের নিজস্ব ক্যামেরাম্যানও ছিল। এখন হাতে হাতে মোবাইল এবং বিভিন্ন প্রতিষ্ঠান, রাস্তাঘাটে সিসি ক্যামেরা লাগানো থাকে। আমি যদি ঘটনাস্থলে থেকে থাকি তাহলে সিসি ক্যামেরা বা ভিডিও ফুটেজ দিয়ে প্রমাণ করুক। কোন প্রমাণপঞ্জি ছাড়া কেউ একজন বলল বা দাবি করলে তো হবে না। প্রকৃতপক্ষে আমি জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের সাথে জাতীয় পার্টির রাজনীতিতে জড়িত। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে বিতর্কিত করার জন্য মরহুম রাইসুল ইসলামের ছোট ছেলে তানভীর আহমেদকে দিয়ে আমার নামে বন্দর থানায় মিথ্যা মামলা দায়ের করেছে। কারণ এই ঘটনাটার সাথে আমার যেমন সম্পৃক্ততা নাই ঠিক তেমনি ভাবে ঘটনার দিন অর্থাৎ ১৬ই মার্চ আমি ঘটনা স্থলেই ছিলাম না যা শতভাগ সত্য। বন্দর থানার সংঘর্ষের ঘটনা নিয়ে স্থানীয় পত্র-পত্রিকায় আমাকে জড়িয়ে যেসব সংবাদ প্রকাশ হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক। আমি এইসব মিথ্যা সংবাদ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সর্বশেষ আলী হায়দার শামীম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,আমি বিগত বেশ কয়েকদিন যাবত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আতাহার আলী সাহেবের অধীনে চিকিৎসাধীন আছি। তার পরামর্শে ঢাকার সাবেক এপোলো হাসপাতাল বর্তমানে এভার কেয়ার হাসপাতাল হৃদরোগ বিভাগে ভর্তি হলে আমার হার্টের তিনটি ব্লক ধরা পড়ে। ডাক্তারগণ আমাকে রিং পড়ানোর পরামর্শ দেন। শারীরিকভাবে আমি খুবই অসুস্থ থাকায় ডাক্তারদের পরামর্শে সম্পূর্ণ গত সাত দিন যাবত বেড রেস্টে আছি। এবং একটু সুস্থ হলেই আমি হাটে রিং বসাবো। আমার এই বক্তব্যের পর সংশ্লিষ্ট সকল মহল বুঝতে পারবেন আমাকে নিয়ে একটি গভীর ষড়যন্ত্র হয়েছে। আমি সকলকে সঠিক তথ্য জেনে সংবাদ পরিবেশন এর জন্য অনুরোধ করব।

নিবেদক
আলী হায়দার শামীম

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD