আমার নারায়ণগঞ্জঃ
ফতুল্লায় ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা নারীকে মারধর করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণলংকার লুটপাট এবং বাড়ী ভাংচুরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় সদর উপজেলার পাগলা নয়ামাটি ভাবির বাজার এলাকার জাহাঙ্গীরের বাড়িতে ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে পাগলা নয়ামাটি ভাবির বাজার এলাকার আজগর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৮) বাদী হয়ে, একি এলাকার মৃত মোকলেছের ছেলে আলমগীর (৫০), মৃত তৈয়ব আলীর ছেলে সেলিম (৪০), মৃত আফতার উদ্দিন মাঝির ছেলে মোয়াজ্জেম (৪৫), আলমগীরের স্ত্রী ফরিদা বেগম (৪৫), সেলিমের স্ত্রী হালিমা (৩৭), আলমগীরের মেয়ে লাবলী বেগম (২৭), সেলিমের ছেলে সাজ্জাদ (২০) সহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উল্লেখিত বিবাদীদের সাথে জমি জমা সংক্রান্ত বিষয়সদি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। বিবাদীরা জোরপূর্বক সম্পত্তি দখল করার পায়তারা সহ জীবন নাশের হুমকি দিয়ে আসছিল। এবং বিবাদীগণ এই বলে হুমকি দেয় যে, যে কোন উপায়ে তাহারা বাদীর বসত বাড়ী ভাংচুর করিয়া দখল করিয়া নিবে।
এমতাবস্থায়, বিবাদীগণ সহ অজ্ঞাতনামারা দেশিয় অশ্রু-সশ্রুে সজ্জিত হয়ে জনতাবদ্ধে অনাধিকার ভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। বাদীর বৃদ্ধা মা জানারা বেগম (৫৫) ও শিশু সন্তান আবির হোসেন (১০) তাদের গালিগালাজ করিতে নিষেধ করিলে তাদেরকেও মারধর করে। এবং বাদীর ঘরে প্রবেশ করে সুকেস, আলমারি, ঢুলিসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে প্রায় ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। আলমারিতে রক্ষিত ব্যবসার নগদ ৩ লাখ ২০ হাজার টাকা, ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, একজোড়া ৬ আনা ওজনের স্বর্ণে কানের দুল, আরেকটি ১০ আনা ওজনের স্বর্ণের চেইন লুটপাট করে নিয়ে যায়। বাসায় থাকা বৃদ্ধা নারীর জামা কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটায়। পরবর্তীতে ভুক্তভোগীদের ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে বাদীর পরিবারের সবাইকে প্রান নাশের হুমকি প্রদান করে বিবাদীরা চলে যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ( এসআই) হুকায়ুন কবির-২ জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, বিষয়টি সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।