1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

রমনায় ট্রাকের ধাক্কায় নারায়নগঞ্জের যুবক লিমন নিহত

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১১৪ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
রাজধানীর রমনার হেয়ার রোডে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম আবদুল্লাহ লিমন। বয়স ৩০ বছর। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আবদুল্লাহ লিমনের চাচা মো. আলম জানান, আবদুল্লাহ লিমন নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ইলেকট্রনিকস সামগ্রীর ব্যবসা করেন। থাকেন নারায়ণগঞ্জ শহরেই। গতকাল মিরপুরে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় তিনি মারা যান।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম আমার নারায়ণগঞ্জকে জানান, প্রধান বিচারপতির বাসভবনের পাশে একটি ট্রাক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত আড়াইটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মো. আলম বলেন, আবদুল্লাহ লিমনের গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওরে। বাবার নাম মজিবুর রহমান। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD