আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জে মামুন হত্যাকান্ডের সাথে জড়িত থাকার এজাহারনামীয় আসামী বিজয়কে (১৯) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ মার্চ) তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বুধবার (১৫ মার্চ) রাতে তাকে শহরের শেখ রাসেল পার্ক থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বিজয় ফতুল্লা মডেল থানার ইসদাইর এলাকার মিন্টুর পুত্র। নিহত মামুন ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার প্রফেসারের ভাড়াটিয়া বাবুলের পুত্র।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানায়, ২০২২ সালের ৫ ডিসেম্বর বিকেল পাচটার দিকে ফতুল্লা মডেল থানার ইসদাইর স্টেডিয়াম সংলগ্ন নুর ডাইংয়ের পেছনের মাঠে মামুন (২২) ও তার বন্ধু নুরনবীকে (২১) ছুরিকাঘাত করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এতে করে মামুন মারা যায়।
এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। ঘটনার পর পরই মামলার এজাহার নামীয় ৫ নং আসামী বিজয় আত্মগোপনে চলে যায়।
বুধবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের রাসেল পার্কে অভিযান চালিয়ে বিজয়কে গ্রেফতার করে।