1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

রূপগঞ্জে ময়লার ভাগাড় থেকে জীবিত নবজাতক উদ্ধার

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কের পাশে ময়লার ভাগাড় থেকে কাপড়ের ব্যাগে মোড়ানো দুইদিনের এক জীবিত নবজাতককে উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও এলাকা থেকে এ শিশুটিকে উদ্ধার করা হয়।

গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সড়কের পাশে ময়লার ভাগাড়ের ছোট শিশুর কান্না শুনতে পেয়ে স্থানীয় ইকবাল হোসেন লোকজন নিয়ে গিয়ে কাপড়ের ব্যাগে মোড়ানো জীবিত এক নবজাতক শিশু দেখতে পায়। পরে সেখান থেকে তারা শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়।

এদিকে, বুধবার সকালে স্থানীয়রা চেয়ারম্যান কামরুল হাসান তুহিনকে বিষয়টি জানালে তিনি উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে শিশুটিকে চিকিৎসার জন্য রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসীরা জানান, গত দুইদিন ধরে সড়কের পাশে ময়লার ভাগাড়ের মধ্যে কান্নার শব্দ শুনতে পাচ্ছিলেন তারা। প্রথমে তারা ভেবেছিলেন বিড়ালের বাচ্চা ডাকাডাকি করছে। কিন্তু রাতে সেখানে গিয়ে ময়লা সরিয়ে কাপড়ের ব্যাগে মোড়ানো একটি নবজাতক শিশু দেখতে পান। সেখান থেকে শিশুটিকে নিজেদের হেফাজত রেখে পরে স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানান তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস বলেন, শিশুটি জন্মের পর থেকে কোন খাবার পায়নি। তার মাথার পিছনে ও একটি পায়ে ইনফেকশন হয়ে গেছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অন্য কোন হাসপাতালে নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক জানান, নবজাতক শিশু উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় চেয়ারম্যানের সহায়তা চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে প্রয়োজনে ঢাকা মাতুয়াইল মা ও শিশু ইন্সটিটিউটে পাঠানো হবে। উদ্ধার হওয়া নবজাতকটিকে কে বা কারা সেখানে ফেলে রেখে গেছে তা এখনও জানা যায়নি।

অন্যদিকে অসহায় এ ভাগ্যবঞ্চিত শিশুটিকে দত্তক নেয়ার ইচ্ছে পোষণ করেছেন স্থানীয় কয়েকজন। চিকিৎসা দেয়া পর পুরোপুরি সুস্থ হলে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD