1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

স্বেচ্ছাসেবকলীগকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবেঃ বাবু চন্দন শীল

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা কি পাল্টিবাজকে চিনেন? আপনারা কি সুন্দর আলীর হত্যাকারীকে চিনেন? হাজী কফিল উদ্দিনের হত্যাকারী কে? মোজাফ্ফর আহমেদের হত্যা কারী কে? ২০০১ সালে নির্বাচনের পর আমাদের দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলা-হামলা দিয়ে নির্যাতন চালিয়েছে কে? গিয়াস উদ্দিন।

তিনি বলেন, ২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছিল। তেমনি ভাবে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া লাগাতে চায়। ওই পাল্টিবাজরা ঝগড়া লাগাতে চায়। একই সুরে তারা কথা বলে। আগামী ২০২৪ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বাদশা মিয়া নূরে মদিনা দাখিল মাদরাসা মাঠে মহাগরের অর্ন্তগত সিদ্ধিরগঞ্জের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী শাহানারা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান। সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কাসেমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হোসেন আলম মেম্বার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি ও নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ জুয়েল হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকরীগের সাবেক যুগ্ন আহ্বায়ক হাজী শফিকুল ইসলাম, আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভুইয়া রাজু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি শিব্বির আহমেদ, নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগে সাবেক সহ- সভাপতি আব্দুল হেকিম, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী খন্দকার মানিক মাস্টার, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী আকতার হোসেন প্রমুখ।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD