1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১২ অপরাহ্ন

ফতুল্লার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১১৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের ফতু্ল্লার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মরন চন্দ্র দাস (৩৫)’কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
একই দিন রাত সাড়ে ৯ টায় র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক, স্কোয়াড কমান্ডার মোঃ খলিলুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এছাড়াও বিভিন্ন চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধের অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিবিড় গোয়েন্দা নজরদারী ও পরিকল্পিত আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধী গ্রেফতার এবং আইনের আওতায় এনে র‍্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ১৩ মার্চ জেলার ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামী মরন চন্দ্র দাস (৩৫)’কে গ্রেফতার করে। ধৃত হচ্ছে একই থানার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকার মৃত নিমাই চন্দ্র দাস @ নিমাইর ছেলে।

গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD