আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রুপগঞ্জে বহুল আলোচিত মানব পাচার মামলার মূলহোতা নবী মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (১২ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু।
গ্রেপ্তারকৃত মানব পাচার চক্রের মূলহোতা নবী মিয়া (৫৫) নারায়ণগঞ্জের সোনারগায়ের হাসেম আলীর ছেলে।
রিজওয়ান সাঈদ জিকু জানান, রাতে বন্দর থানাধীন মদনপুর হাই স্কুল এলাকা থেকে মানব পাচার চক্রের মূলহোতা নবী মিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০২টি মোবাইল, ০২টি সীম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, গত ১ জানুয়ারী বিকাল অনুমান ৪ টার সময় তার সহযোগী অন্যান্য আসামীদের সহায়তায় রূপগঞ্জ থানাধীন ভুলতা গাউছিয়া সিএনজি ষ্ট্যান্ড থেকে ২ জন ভিকটিমকে ফুসলিয়ে ভাল বেতনে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে এবং কৌশলে উক্ত ভিকটিমদ্বয়কে ভারতে পাচার করে বিক্রি করে দেয়। মানব পাচারের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে তদন্তকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।