1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

ফতুল্লায় বহুতল ভবনে গ্যাস লিকেজ বিষ্ফোরনে দগ্ধ মা ও ছেলে

  • প্রকাশিতঃ রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৩১ বার পঠিত

আমার নারায়নগঞ্জ রিপোর্টঃ

ফতুল্লার মাসদাইর এলাকায় একটি বহুতল ভবনের ৬ তলায় গ্যাস লিকেজ থেকে বিষ্ফোরনের ঘটনা ঘটেছে। এতে গুরুত্বর আহত হয়েছে মা ও ছেলে।

১২ই মার্চ রোজ রবিবার সন্ধ্যায় সদর উপজেলার মাসদাইর শোভন গার্মেন্টসের সামনে খন্দকার মেনশন (এম, এস টাওয়ার) নামের একটি ১০ তলা বাড়ির ৬ তলায় এই ঘটনা ঘটে। তবে বিষ্ফোরনের পর সড়কে দীর্ঘ যানজটের ফলে প্রায় ৪০ মিনিট পর ফায়ার সার্ভিস ঘটনাস্থালে পৌছায়।

জানা গেছে, বসত বাড়ির রান্নায় ব্যবহৃত গ্যাস লিকেজ থেকে এই বিষ্ফোরনের সৃষ্টি হয়েছে। এতে সেই ফ্লাটে থাকা একই পরিবারের মা কুলসুম আক্তার (২৩) ও ছেলে খালিদ (৩) দগ্ধ হয়।

পরে স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ১’শ শয্যার জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক মা ও ছেলে দু’জনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফাড করা হয়।

জানা গেছে, দগ্ধ কুলসুম বাড়ি লালমনিরহাট জেলার আতিকমারি থানার ভেলাবাড়ি গ্রামের। তিনি ও তার স্বামীসহ দীর্ঘদিন ধরে ফতুল্লার মাসদাইর এলাকায় বসবাস করছেন। আহত কুলসুমের স্বামী মাসুদ মিয়ার সাথে যোগাযোগ করে জানা গেছে, আহত দুজনের অবস্থা খুবই খারাপ। দুজনকেই হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

স্থানীয় এক ব্যক্তি বলেন, হঠাৎ করে একটা শব্দ হলো। সামনে তাকিয়ে দেখতে পাই খন্দকার মেনশনের ৬ তলায় আগুন। পরে স্থানীয় অনেকেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ফতুল্লার ফায়ার সার্ভিসকে কল করতে থাকে। একটু পর সেই বাড়ি থেকে এক মহিলা ও শিশুকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি অভিযোগ করে বলেন, কষ্টের বিষয় হলো আগুন লাগার পর থেকে প্রায় ১ ঘন্টায় বেশ কয়েকবার ফায়ার সার্ভিসকে কল করা হলেও আগুন স্থানীয়রাই নিভিয়েছে। আর আগুন নিভার পরই তারা এসেছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD