1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

চালককে খুন করে ইজি বাইক ছিনতাই করে পালানোর সময় ০৩ জন গ্রেফতার

  • প্রকাশিতঃ রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ০৩ জন খুনিকে গ্রেফতার এবং ইজি বাইক ও হত্যার কাজে ব্যবহৃত রড উদ্ধার করেন।

গ্রেফতারকৃতরা হলো, ১। মোঃ মাহবুব (২৪), পিতাঃ তোজাম্মেল হক, সাং- দৌলতপুর মাষ্টার পাড়া, থানা- দৌলতপুর, জেলাঃ কুষ্টিয়া, এ/পি- দেওভোগ আজিজ বাড়ি, থানা- ফতুয়া মডেল থানা, জেলা-নারায়নগঞ্জ; ০২। মোঃ কাউসার(২২), পিতাঃ আক্তার মিয়া, সাং- মির্জানগর, থানাঃ মেঘনা, জেলাঃ কুমিল্লা, এ/পি- দেওভোগ আখির বাড়ি, থানাঃ ফতুয়া মডেল থানা, জেলাঃ নারায়ণগঞ্জ; ০৩। মোঃ আমিন(২৩), পিতাঃ আয়নাল, সাং- নতুন বাজার আহম্মদপুর, থানাঃ মুক্তাগাছা, জেলা ময়মনসিংহ, এ/পি- দেওভোগ মামুনের বাড়ি, থানাঃ ফতুল্লা মডেল থানা, জেলাঃ নারায়নগঞ্জ।

১২ই মার্চ রোজ রবিবার রাত ১.৩০ ঘটিকার সময় কাশিপুর এলাকায় রাত্রিকালিন টহল পার্টির এসআই(নিঃ) আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ টহল ডিউটিতে নিয়োজিত ছিলেন। ঐসময় একটি ব্যাটারি চালিত ইজি বাইক তিনজন ব্যক্তি ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে দেখে পুলিশের সন্দেহ হলে পুলিশ তাদের নাম পরিচয় ও গাড়ির সমস্যার বিষয় জানতে চায়। তারা এলোমেলো ও সন্দেহজনক কথা-বার্তা বলায় তাদের গাড়ির মালিককে (সুমন মহাজন) ডেকে আনা হয়। মহাজন জানায় ধৃতরা তার মালিকানার ইজি বাইক ভাড়ায় চালায়, কিন্তু তারা এই ইজি বাইকের চালক নয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভাসামীরা স্বীকার করে যে, তাদের ঋণের টাকা শোধ করার জন্য টাকার দরকার ছিল সেজন্য অটো ছিনতাই করার পরিকল্পনা করে। পরিকল্পনার অংশ হিসেবে ১১ই মার্চ রাত ১১.০০ ঘটিকার সময় পূর্ব পরিকল্পিত ভাবে ছিনতাইয়ের উদ্দেশ্যে ইউসুফের ইজি বাইক ভাড়া করে নাসিম ওসমান সেতুর কাছে নিয়ে যায়। সেতুর পাশে চায়ের দোকানে বসে চাষের সাথে চেতনা নামক ঔষধ মিশিয়ে চা খাওয়ায়। পরবর্তীতে সেখান থেকে এক পর্যায়ে চর কাশিপুর এলাকায় নিয়ে ছিনতাই করার উদ্দেশ্যে চালকের গলায় তিনজন নিলে সুচালো রড দিয়ে আঘাত করে হত্যা করে।

লাশের বিষয়ে জিজ্ঞাসাবাদে জানায় যে, চর কাশিপুর রাস্তার পাশে তারা ইজি বাইক চালক ইউসুফকে খুন করে লাশ ফেলে রেখে এসেছে। আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে থানা পুলিশ চর কাশিপুর হতে রাত ০৩.৩০ ঘটিকায় ডিজিষ্টের মৃত দেহ ও হত্যায় ব্যবহৃত রড উদ্ধার করে।

মৃত ইজিবাইক চালকের নাম ইউসুফ(৪০), পিতা-মৃত আলী হোসেন, সাং- কালকিনি, থানাঃ কমলনগর, জেলাঃ নোয়াখালি; এ/পি- দেওভোগ মান্নানের বাড়ি, থানাঃ ফতুল্লা মডেল থানা, জেলাঃ নারায়ণগঞ্জ।

ইজিবাইক চালকের মৃত দেহ সুরতহাল পূর্বক ময়নাতদণ্ডের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা রুজু প্রক্রিয়াধীন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD