1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

আড়াইহাজারে ছিনতাই চেষ্টাকালে এসআইসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১১০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাই ও অপহরণের চেষ্টাকালে ডেমরা থানার এক এসআইসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে আড়াইহাজারের প্রভাকরদি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় গ্রেফতারকৃত পুলিশের ওই এসআই’র কাছ থেকে সরকারি পিস্তল ও হ্যান্ডকাফসহ ছিনতাইকৃত টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে আজ শুক্রবার আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহী জেলার বাগমারা থানার ময়েজ উদ্দিনের ছেলে ডেমরা থানার এসআই মোজাম্মেল হক (৩৭), রূপগঞ্জের ভুলতা এলাকার মাসুদ মিয়ার ছেলে আতিকুর রহমান ওরফে সোহেল (২৯), একই এলাকার মনজুর হোসেনের ছেলে হালিম মিয়া (২০) এবং বিজয় (২৬)।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী সজীব মামলায় উল্লেখ করেন, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি ও তার বন্ধু রাসেল মিয়া রূপগঞ্জের গাউসিয়া থেকে সিএনজিযোগে নিজ বাড়ি আড়াইহাজারের প্রভাকরদি আসছিলেন। পথিমধ্যে সজীব তার মামা সবুজের সঙ্গে দেখা করতে প্রভাকরদি বাজারে নামেন। সেখানে যাওয়া মাত্রই গ্রেফতারকৃত পুলিশের এসআই মোজাম্মেলসহ পাঁচজন তাদের ঘিরে ফেলে এবং তার কাছে থাকা পিস্তল বের করে নিজেদের পুলিশের সদস্য বলে পরিচয় দিয়ে সজীব ও তার বন্ধুকে হাতকড়া লাগিয়ে দেন।

এদিকে গ্রেফতারকৃত আসামি মোজাম্মেল হক ঢাকা ডেমরা থানার এসআই বলে নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি শফিকুর রহমান। তবে গ্রেফতারকৃত অপর তিন আসামি তার থানার কনস্টেবল নয় বলে জানান তিনি।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) নাহিদ মাসুম ঘটনা নিশ্চিত করে বলেন, তাদের নারায়ণগঞ্জ ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলাটি ডিবি তদন্ত করবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD