নারায়ণগঞ্জ বন্দরে ১০ হাজার পিস ইয়াবা ও একটি বাস সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
৯ই মার্চ রাত আনুমানিক ০৯.০০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল জনাব শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে বন্ধর থানার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি চক্র টাঙ্গাইলের উদ্দেশ্যে যাচ্ছে।
উক্ত সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৯২৩৪) আটক করা হয়।
উক্ত বাসের ড্রাইভার লুৎফর রহমান ওরফে বুলেট (৩২), পিতা-মোঃ ভুলু মিয়া, সাং- কাবিলাপাড়া, থানা- সদর, জেলা-টাঙ্গাইল এর দেখানো মতে বাসের পিছনের একটি সিটের ভেতর ফিটিং করা অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এই ঘটনায় আসামি লুৎফর রহমান বুলেট সহ অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।