1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন

মোনায়েম মুন্নাসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীর চাষাঢ়ায় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা।

এদিকে, মিছিলটি চাষাঢ়া কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনের সামনে থেকে শুরু হয়ে চাষাঢ়া চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। এ সময় বিক্ষোভ মিছিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবির করেন।

মশিউর রহমান রনি বলেন, একজন মুন্নাকে বন্দি করে আন্দোলন থামানো যাবেনা। এখন ঘরে ঘরে মুন্নারা প্রতিবাদের ঝড় তুলবে। আমরা মানুষের ভোটাধিকার রক্ষায় রাজপথে আন্দোলন সংগ্রাম করছি। অবিলম্বে নেতাদের মুক্তি দিতে হবে।

এ সময় জেলা যুবদল, বিভিন্ন থানা ও পৌরসভা যুবদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD