1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

সোনারগাঁয়ে অবৈধ জুস কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় ওয়েলকাম স্টার ফুট ও বিডি রয়েল নামে একটি অবৈধ জুস কারখানায় র‌্যাব-১১ ও ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ ১৪ হাজার লিটার জুসসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।

এসময় প্রতিষ্ঠানের মালিক আফজাল হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মালামাল আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করেন।

বৃহস্পতিবার দিনব্যাপী র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী ও ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক সেলিমুজ্জামান নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী সাংবাদিকদের জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের এবায়েদ উল্লাহ মিয়ার ছেলে আফজাল হোসেন দীর্ঘদিন যাবত উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর ইনকিলাবের একটি পরিত্যক্ত ভবনে অবৈধভাবে ওয়েলকাম স্টার ফুট ও বিডি রয়েল নামের একটি অবৈধ জুস ও জেলি কারখানায় জুসসহ অন্যান্য খাদ্যদ্রব্য তৈরি করে আসছে। এমন অভিযোগে কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত মালামাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD