আমার নারায়ণগঞ্জঃ
ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় থেকে ইয়াবা ট্যাবলেট সহ জনি (৩২) নামক এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকেলে তাকে ফতুল্লা মডেল থানার লালপুর পৌষাপুকুর কবরস্থান সড়ক থেকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত জনি ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড়স্থ সুরুজ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মানিক মিয়ার পুত্র ও শির্ষস্থানীয় মাদক ব্যবসায়ী টিটুর শ্যালক।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল চারটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (টু) সঙ্গীয় ফোর্স নিয়ে পৌষাপুকুর পাড় কবরস্থান সড়কে অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী জনি কে গ্রেফতার করে।
এ বিষয়ে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।