আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পুলিশ লাইন এলাকার ওয়েস্ট বেস্ট এটারিস গার্মেন্টসের ভিতরের খোলা জায়গা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ই মার্চ) দিবাগত রাতে গার্মেন্টসের মালিক লাশটি দেখে ফতুল্লা থানায় কল করলে ঘটনাস্থলে ফতুল্লা থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা ভিক্টোরিয়া হাসপাতালে লাশটি প্রেরণ করা হবে জানা গেছে।
গার্মেন্টসের সিকিউরিটি জানান,গার্মেন্টসের কর্মরত কর্মচারীরা ফ্যাক্টরির ৪র্থ তালা থেকে লাশটি দেখতে পেয়ে সিকিউরিটিকে জানালে তারা মালিক পক্ষের নিকট ফোন দিয়ে ব্যাপারটি জানান। পরে গার্মেন্টসের মালিকপক্ষ থানায় ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ আসেন।
ফতুল্লা থানার উপ-পরিদর্শক রেজাউল বলেন,গার্মেন্টসের মালিক থানায় ফোন দিয়ে জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গার্মেন্টসের ভিতরে ওই যুবককে হত্যা করে এখানে গার্মেন্টসের ভিতরের খোলা মাঠে ফেলে পালিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।