1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন ও অবস্থান কর্মসুচি পালন

  • প্রকাশিতঃ শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১১৫ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসুচি পালন করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নারায়ণগঞ্জ জেরা শাখা। মানববন্ধনে জড়িতদের দ্রত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করা না হলে অনির্দ্রষ্টি কালের জন্য কর্ম বিরতির কর্মসূচির কথা জানান চিকিৎসকরা।

শনিবার (৪ মার্চ) বেলা সাড়ে বাড়টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ও দুপুর দেড়টায় নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের সাাধারণ চিকিৎসকরা বিএমএ আয়োজিত ওই মানববন্ধন ও অবস্থান কর্মসুচিতে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে চিকিৎসকদের ওপর হামলা বেড়েছে। হামলাকারীদের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হলে এধরনের ঘটনার পুনরাবিৃত্তি ঘটতো না। আমরা সাধারণ চিকিৎসকরা সেবার ব্রত নিয়ে এই পেশায় এসেছি। মারামারি কিংবা সন্ত্রাসী কর্মকান্ড এই পেশায় বেমানান। আজকে চিকিৎসা পেশাকে কিছু চিকিৎসক বহিরাগতদের সহায়তায় সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে কুলষিত করছে। আমরা চাই তাদের দৃুত আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।

মানববন্ধনে বিএমএ’র নারাগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দেবাশীষ সাহা বলেন, সিনেটের নির্বাচনের প্যনেল পরিচিত সভায় ডা. বিধান চন্দ্র পোদ্দারের ওপর ডা. আতিকুজ্জামান সোহেল অতর্কিত হামলা চালিয়েছেন। তিনি সিনেটের ভোটর নয়, আমার প্রশ্ন তিনি সেখানে কেন গিয়েছিলেন? আজকে এই ন্যাক্কারজনক ঘটনায় ডা. সোহেলের সহকারি রিপনকে গ্রেফতার করা হলেও মূলহোতাকে আইনের আওতায় আনা হয়নি। ডা. আতিকুজ্জামান সোহেলসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনা হলে আমরা অনির্দ্রষ্টি কালের জন্য কর্মবিরতিতে যেতে বাধ্য হব। এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা শাখার বিএমএ ও সাধারণ চিকিৎসকরা আমাদের সাথে এই বিষয়ে একাত্মতা প্রকাশ করেছেন।

হামলার শিকার ডা. বিধান চন্দ্র পোদ্দার মানববন্ধন ও অবস্থান কর্মসুচিতে বলেন, সর্বশেষ ২০১৮ সালে বিএমএ নির্বাচনে পরাজিত ডা. সোহেল, ডা. নিজাম ও ডা. মালেক সহ বেশ কিছু বহিরাগত সন্ত্রাসীরা আমার ওপর অতর্কিত হামলা চালায়। আমি আইনের প্রতি আস্থাশীল এবং আইনী প্রক্রিয়ায় আমি এই ঘটনায় জড়িতদের সুষ্ঠুও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

এসময় বক্তব্য রাখেন, বিএমএ এর নারায়ণগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ডা. দেবাশীষ সাহা, স্বাচিব নারায়ণগঞ্জ শাখার সাধারণ সম্পাদক বিধান চন্দ্র পোদ্দার, ৩ শয্যার হাসাপাতালের সুপার আবুল বাসার, সিনিয়র কনসালটেন্ট গাইনী জাহাঙ্গীর আলম, স্বাচিব নারায়ণগঞ্জের যুগ্ন সাধারণ সম্পাদক চিকিৎসক সামসুদোজ্জা চৌধুরী, কামরুল আশরাফ বাপ্পী, ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের সুপার ড. শেখ ফরহাদ সহ সংগঠনের বিভিন্ন চিকিৎসক নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, এর আগে ১ মার্চ (বুধবার) নারায়ণগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনের প্রচারণায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সামনেই নারায়ণগঞ্জ স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. বিধান পোদ্দারের ওপর অতর্কিত হামলা চালান ডা. আতিকুজ্জামান সোহেল ও তার অনুসারীরা। ওই ঘটনায় ভুক্তভোগী ডা. বিধান পোদ্দার নারায়ণগঞ্জ মডেল থানায় মোট ৮ জনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী ডা. আতিকুজ্জামান সোহেলের সহকরি মো. রিপনকে গ্রেফতার করেন। তবে ডা. আতিকুজ্জামান সোহেলকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় চিকিৎসকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD