আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় শাহ সিমেন্টের কাভার্ডভ্যানের চাপায় এক ইজিবাইক চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) রাত ১১টায় ফতুল্লার শাসনগাঁও বিসিক এলাকায় ওই ঘটনা ঘটে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শেখ রিজাউল হক দিপু।
এদিকে, ঘটনা ঘটার পর পুলিশ তাৎক্ষনিক চালকসহ কাভার্ডভ্যানটিকে আটক করেছে।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শেখ রিজাউল হক দিপু জানান, নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।