আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জ এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. নূর ইসলাম ওরফে নইচ্ছা (৪৫) নামক একজনকে ৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. নূর ইসলাম ওরফে নুইচ্চা ফতুল্লা মডেল থানাধীন মৃত আফতাব উদ্দিনের পুত্র।
মঙ্গলবার দুপুর ২টায় তাকে ফতুল্লা মডেল থানাধীন হাজীগঞ্জ এলাকায় মুলিবাশের মোড় সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় রংপুইরা বাবু নামক আরেক মাদক ব্যবসায়ী পুলিশ দেখে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত নূর ইসলামকে নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে বাসা থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ ফেব্রুয়ারি দুপুর ২টার সময় পুলিশের উপ-পরিদর্শক শাহাদাত তার সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ মাদক ব্যবসায়ী নইচ্ছাকে গ্রেফতার করে তার বাড়িতে অভিযান চালিয়ে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ফেনসিডিল উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
অপরদিকে নুর ইসলাম ওরফে নইচ্ছার নামে হত্যা ও মাদকসহ তিনটা মামলা রয়েছে।
ফতুল্লা মডেল পুলিশ জানায় অনেক দিন যাবত তাকে নজরদারিতে রাখা হয়েছিল আজ প্রমাণসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি।