আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের বন্দরে ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ইটভাটার এক কিলোমিটারের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় , পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স না থাকায় এ জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চলে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইলোরা ইয়াসমিন ও তামশিদ ইরাম খান অভিযানে নেতৃত্ব দেন । এ সময় বন্দরের বারপাড়া এলাকার সোহরাব হোসেনের মালিকানাধিন মেসার্স একেবি ব্রিক ফিল্ড, বারপাড়ার রহিম বাদশার মালিকানাধিন মেসার্স এমবিএফ ব্রিক, গোবিন্দকুল এলাকার মোঃ মান্নানের মালিকানাধিন মেসার্স মা বাবার দোয়া ব্রিক ফিল্ড ও গোবিন্দকুল এলাকার মোঃ নজরুল ইসলামের মালিকানাধিন মেসার্স হাজী অটো ব্রিকসকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইলোরা ইয়াসমিন জানান, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে ৪টি ইটভাটা অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। এগুলোর নেই পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স। তারা ছাড়পত্র ও লাইসেন্সের জন্য আবেদন করেছিল। কিন্ত এক কিলোমিটারের মধ্যে বিদ্যালয় থাকায় তাদের আবেদন নাকচ করে পরিবেশ অধিদপ্তর।