আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নান্নু স্পিনিং মিলে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সোয়া ১টায় এ আগুনের সূত্রপাত হয়।
পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় বিকেল ৩টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে এলেও কাজ চলছে ডাম্পিংয়ের।
জানা গেছে, উপজেলার গাউছিয়া ভুলতা এলাকায় অবস্থিত নান্নু স্পিনিং মিলে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত হতাহত নেই। আগুনের পর পরই দ্রুত শ্রমিকরা বেরিয়ে যেতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের সহকারী উপ পরিচালক ফখরুদ্দিন জানান, আমাদের ৯টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর জানা যাবে সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ। এখন ডাম্পিং চলছে।