আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই সহোদরকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে বলে নিহতদের পরিবারকে আশ্বস্ত করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতদের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের সঙ্গে কথা বলে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন তিনি।
এ সময় সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জমিসংক্রান্ত দীর্ঘ্যদিনের বিরোধের জেরে রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে চাচা মহিউদ্দিনের সঙ্গে আসলাম সানীর বাকবিতণ্ডার এক পর্যায়ে চাচাতো ভাই মোস্তফার নেতৃত্বে বেশ কয়েকজন আসলাম সানী, শফিকুল ইসলাম রনি ও রফিকুল ইসলামকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে।
পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুই সহোদর আসলাম সানী, শফিকুল রনিকে মৃত ঘোষণা করে চিকিৎসক।