1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জের শীর্ষ জুয়ারী শাহজাহান

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১১৫ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়নগঞ্জে জুয়ার বোর্ড চালায় নারায়নগঞ্জ বাস টার্মিনালের একসময়ের ড্রাইভার বড় শাহজাহান ওরফে মদদী শাহজাহান। তার সহযোগী ছোট শাহজাহান ওরফে বিদ্যুৎ চোর শাহজাহান ওরফে টোকাই শাহজাহান। এরা থানা পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাসস্ট্যান্ড এলাকায় কিছু মদখোর নেতাদের ম্যানেজ করে মাসের পর মাস বছরের পর বছর জুয়ার আসর চালিয়ে এই দুই শাহজাহান এখন শহরের নদীর ওপারে অনেক জমিজমার মালিক।

নারায়নগঞ্জের কালিরবাজার, বাসস্ট্যান্ড,জিমখানা,ভূইঘর,হাজীগঞ্জ সহ বেশীরভাগ এলাকায় চলে বড় শাহজাহান ও ছোট শাহজাহানের এই জুয়ার আসর।

বর্তমানে নারায়ণগঞ্জ ২ নং রেল গেইটে অবস্থিত লেক পাড়ের কাঠের দু’তলায় বসে শাহজাহানের জুয়ার আসর।

তবে দুই জুয়ারী শাহজাহানের মধ্যে ছোট শাহজাহান সবসময় থাকে লোক চক্ষুর অন্তরালে।

মহানগরীর কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকার বিআইডব্লিউটিএ ফ্লোটিং ওয়ার্কাস ইউনিয়ন সংলগ্ন পতিত ভূমিতে বেশ ক’বছর যাবৎ বোর্ড বসিয়ে লাখ লাখ টাকার জুয়া খেলা হচ্ছে। সদর থানার স্ট্যান্ড এলাকার ওই বোর্ডে দিনরাত অবিরাম জুয়া খেলার পাশাপাশি মাদক ব্যবসা ও পতিতা ব্যবসা হয়। তবে বর্তমানে জুয়ারী শাহজাহান জিমখানা লেক পাড় কাটের দু’তলায় জুয়ার আসর বসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে শাহজাহান।

কিছুদিন মহানগরীর কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকার বিআইডব্লিউটিএ ফ্লোটিং ওয়ার্কাস ইউনিয়ন সংলগ্ন পতিত ভূমিতে কিছুদিন জুয়ার আসর বন্ধ থাকলেও এখন ফের রাতের বেলা থেকে দিনের বেলায় অনেকটা প্রাকাশ্যে জুয়ার আসর বসছে এই জায়গাটিতে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD