আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে পানি সেচের সময় বিদ্যুতায়িত হয়ে রহিম মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বিশনন্দি ইউনিয়নের চৈতনকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রহিম মিয়া উপজেলার বিশনন্দি ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের মনু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, নিজেদের পুকুরে দু’দিন ধরে মোটরপাম্পের সাহায্যে পানি সেচ এর কাজ চলছিল। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে মোটরপাম্পটি কয়েকবার বন্ধ হয়ে যায়। বিদ্যুতের লাইন চেক করার সময় রহিম মিয়া বিদ্যুতায়িত হয়ে পুকুরে ছিটকে পড়েন। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার। তবে, এ ঘটনায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।