আমার নারায়ণগঞ্জঃ
ফতুল্লার পাগলা থেকে ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার পাগলার নয়ামাটি এলাকার মৃত শহিদুল্লার পুত্র মোঃ শুক্কুর (৩৫) ও আবুল মাতবরের পুত্র ফরহাদ মাতবর(২৭)।
বুধবার (২২ ফেব্রুয়ারী) সকাল সাতটায় তাদেরকে ফতুল্লার পাগলা বাজারস্থ সুন্দরবন রেস্টুরেন্টের সামনে থেকে গ্রেফতার করা হয়।
এ সময় পুলিশ গ্রেফতারকৃতদের নিকট থেকে ১১০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাতটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পাগলা সুন্দরবন নামক রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে ১১০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ শুক্কুর ও ফরহাদ কে গ্রেফতার করে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে বলে পুলিশ জানিয়েছে।