আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি প্রাইভেটকারের ধাক্কায় আবুল হাসান(৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
নিহতকে হাসপাতালে নিয়ে আসেন তার এক আত্মীয় আয়নাল হক। তিনি জানিয়েছেন, আজ সকালের দিকে আবুল হাসান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী নামক স্থানে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন।
এর পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।