1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ডাকাতচক্রের দুই হোতা গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২১৯ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বাইক ডাকাতির মূলহোতা তৈয়বুর ও রানা র‌্যাব-১১ সদস্যদের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাদের কাছ থেকে একটি ছিনতাইকৃত বাইক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- আড়াইহাজার উপজেলার ঝাউগড়া এলাকার জাকারিয়ার ছেলে তৈয়বুর (২৩) এবং বরদা এলাকার আমান উল্লাহর ছেলে রানা (২৮)। ঢাকার হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ জানায়, সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফিট রাস্তায় ভয়ংকর ছিনতাই ও বাইক ডাকাতির ঘটনা বাড়তে থাকে। এই চক্রের সঙ্গে তৈয়বুর-রানা গ্রুপের সম্পর্ক রয়েছে। এছাড়া আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় অস্ত্রের মুখে মোটরসাইকেল ডাকাতির ঘটনা ঘটানো হয়।

গ্রেফতারকৃতদের, আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD