
আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বাইক ডাকাতির মূলহোতা তৈয়বুর ও রানা র্যাব-১১ সদস্যদের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাদের কাছ থেকে একটি ছিনতাইকৃত বাইক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- আড়াইহাজার উপজেলার ঝাউগড়া এলাকার জাকারিয়ার ছেলে তৈয়বুর (২৩) এবং বরদা এলাকার আমান উল্লাহর ছেলে রানা (২৮)। ঢাকার হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ জানায়, সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফিট রাস্তায় ভয়ংকর ছিনতাই ও বাইক ডাকাতির ঘটনা বাড়তে থাকে। এই চক্রের সঙ্গে তৈয়বুর-রানা গ্রুপের সম্পর্ক রয়েছে। এছাড়া আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় অস্ত্রের মুখে মোটরসাইকেল ডাকাতির ঘটনা ঘটানো হয়।
গ্রেফতারকৃতদের, আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।