
আমার নারায়নগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭০ কেজি ৫ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১।
গ্রেপ্তার আসামি হলেন- রূপগঞ্জের পাড়াগাঁও এলাকার মৃত রহমতউল্লাহ আড়ৎদারের ছেলে সাজিবুর রহমান (৬১)। গতকাল রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করদ হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তার আসামি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। সাজিবুর রহমান সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছেন।
সাজিবুর রহমানের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।