1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

ভাষা সৈনিক শামসুজ্জোহার কবর জিয়ারত ও মোনাজাত করলেন অয়ন ওসমান

  • প্রকাশিতঃ সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও স্বাধীনতার মরোণত্তর পদকে ভূষিত একেএম শামসুজ্জোহার কবর জিয়ারত ও মোনাজাত করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের মাসদাইর কবরস্থানে মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের নাতি ইমতিনান ওসমান অয়ন কবরটি জিয়ারত করেন।

এ সময় তাঁর সাথে ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

একেএম শামসুজ্জোহা ছিলেন একাধারে আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, গণ পরিষদের সদস্য ও স্বাধীনতা পরবর্তী জাতীয় সংসদ সদস্য। তিনি ঐতিহ্যবাহী ওসমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা মরহুম খান সাহেব ওসমান আলীও ছিলেন একজন ভাষা সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক এমএলএ। ঐতিহ্যবাহী এই পরিবারের আদি নিবাস নারায়ণগঞ্জের ‘বায়তুল আমান ভবন’ আজও কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার বীজ বপন করা হয়েছিল।

এ কে এম শামসুজ্জোহা সর্বপ্রথম ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর হাইকোর্টে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে বিজয়ের বার্তা প্রচার করে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে শান্ত থাকার আহবান জানান। ওই দিন তিনি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাক সেনাদের হাতে আটক বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের মুক্ত করতে গিয়ে পাক সেনার গুলিতে বিদ্ধ হন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD