আমার নারায়ণগঞ্জঃ
রিক্সা চালক আব্দুল্লাহ আল মনছুর হত্যার ঘটনায় ৩৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সংস্থাটির দাবি, অটোরিকশা ছিনতাইয়ের জন্য মনছুরকে হত্যা করা হয়েছে।
র্যাব-১১ এর কার্যালয় থেকে প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তাটিতে সাক্ষর করেন স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম।
গ্রেপ্তার যুবকের নাম মো. ইসমাইল হোসেন (৩৫)। সে আড়াইহাজারের কাদিরদিয়ার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০৬ ফেব্রুয়ারি বিকাল ৩টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকা থেকে আব্দুল্লাহ আল মনছুর নিখোঁজ হয়। নিখোঁজের তিন দিন পরও তাকে না পাওয়ায় ভিকটিমের মা ছেমনা খাতুন সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। (যার নম্বর- ৫০৬ তারিখ ০৯/০২/২০২৩)। গত ১৩ ফেব্রুয়ারি দুপুর ১টায় সোনারগাঁয়ের বেইলর এলাকার নতুন রাস্তার পাশে একটি ডোবায় অর্ধগলিত ও ভাসমান অবস্থায় ভিকটিমের মৃত দেহ পাওয়া যায়। দেখে ভিকটিমের আত্মীয়-স্বজন নিখোঁজ আব্দুল্লাহ আল মনসুর এর মৃত দেহ বলে সনাক্ত করে এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ১৪ ফেব্রুয়ারি রাত এই নৃশংস ক্লু-লেস হত্যাকান্ডের সাথে জড়িত মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী মঞ্জুর হোসেন মঞ্জু (৪০) এবং ছিনতাইকৃত অটোরিক্সা ব্যবসায়ী আসামী রমজান আলী (২২)কে গ্রেপ্তার করে। স্বীকারোক্তি ও অধিকতর গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে অদ্য ১৯ ফেব্রুয়ারি সরাসরি অংশগ্রহণকারী আসামী মোঃ ইসমাইল হোসেন (৩৫)কে বন্দরের কদমরসূলবাগ এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।