
আমার নারায়ণগঞ্জ:শহরের ডি.আই.টি রেল কলোনীতে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্যবসায়ী আকরামের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে সন্ত্রাসী ও চাঁদাবাজ রাকিবের বিরুদ্ধে। ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালিয়ে নগদ ১২,৬০০/- টাকা ও মূলবান জিনিসপত্র লুট করে নেন।
সোমবার (০৬ অক্টোবর) এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
ভুক্তভোগী আকরাম থানায় লিখিতভাবে অভিযোগে উল্লেখ করে যে, বিবাদী রাকিব (৩০), পিতা-মনির, মাতা-রেনু বেগম, সাং-পুরাতন জিমখানা, থানা ও জেলা-নারায়ণগঞ্জ সহ আরো অজ্ঞাত নামা ৪/৫ জন গত ০৬/১০/২০২৫ইং তারিখে রাত্র আনুমানিক ৮:৩০ ঘটিকার সময় আমার ব্যবসা প্রতিষ্ঠানে আকরাম টুপি হাউজ, ডি.আই.টি রেল কলোনী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন স্থানে আসিয়া চাকু বের করে আমার নিকট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা চাঁদা দাবী করে। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে উক্ত বিবাদী আমার পরিহিত জব্বার কলারে ধরে চাকু বের করে জানে মারিয়া ফেলতে চায় এবং রাকিব আমার দোকানের ক্যাশবাক্সে রক্ষিত সারাদিনের বিক্রয়কৃত ১২,৬০০/- টাকা ছিনিয়ে নিয়ে যায়। তখন আমার ডাক চিৎকারে আশে পাশের দোকানদারগণ ও মসজিদে এশার নামাজ শেষে বাহির হওয়া মুসল্লীগণ আগাইয়া আসিলে বিবাদীগণ দৌড়াইয়া পালাইয়া যায় এবং যাওয়ার সময় আমাকে জানে মারিয়া ফেলার হুমকী প্রদান করে। বিবাদীগণ খুবই খারাপ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। রাকিব কিশোর গ্যাংয়ের লিডার। এই কিশোর গ্যাংয়ের সদস্যরা সব সময় ডিআইটি মসজিদ এলাকা, করিম মার্কেটের পিছনে, পুরাতন জিমখানা, নতুন জিমখানা এবং বাবুরাইলে সংঘবদ্ধ হয়ে চাকু নিয়ে মহড়া দিতে থাকে এবং যার তার কাছে চাঁদা দাবী করে। কেউ তাদের দাবীকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে উক্ত কিশোর গ্যাংয়ের লিডার ও তার বাহিনী নিয়ে হামলা চালায়। বিবাদী রাকিব ০১৬০২৩৮৩০৪৬ নাম্বার থেকে আমাকে ফোন করে বলে তুই যদি আমার দাবীকৃত চাঁদার টাকা না দেছ তাহলে তোকে মেরে ফেলব। আমার ফোন রেকর্ডে তা সংরক্ষিত আছে প্রয়োজনে দেওয়া যাবে। আমি বিবাদীদের ভয়ে তিনদিন যাবৎ দোকানে বসতে পারছি না। বিবাদীরা যে কোন সময় আমার জান মালের ক্ষতি করতে পারে বলে আশংকাবোধ করছি। বর্তমানে আমি বিবাদীদের অব্যাহত হুমকীর ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছি।