1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ঘাতক স্ত্রী ও পরকীয়া প্রেমিকসহ আটক সাত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৮০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তক্কার মাঠ এলাকায় প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। সেই সাথে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৭ অক্টোবর দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে সাত জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. জসিমউদ্দিন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। মূলত আর্থিক ও পরকীয়া প্রেমের কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত সুমাইয়া ও সানজিদাকে দুই দিনের এবং বাকিদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত ৭ অক্টোবর নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কারমাঠ এলাকার একটি পরিত্যক্ত জায়গায় প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে মো. নয়ন (৪৯) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মো. নয়ন (৪৯) নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনি এলাকার মো. সালামের ছেলে।

পরে এ ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে নিহতের দ্বিতীয় স্ত্রী সাবিনা (৪০), তার দুই মেয়ে সুমনা (২০), সানজিদা (১৮), পরকিয়া প্রেমিক রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল (৪৫), চয়ন (৩৮), মানিক (৩২) ও জুয়েল (৩০)।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. জসিমউদ্দিন বলেন, হত্যাকাণ্ডের পর লাশ গোপন করা জন্য হেক্সো ব্লেড দিয়ে পা বিচ্ছিন্ন করে তোষকে মুড়িয়ে প্লাস্টিক দিয়ে প্যাঁচিয়ে বস্তায় ভরে ফেলে দেয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রত্যেকে হত্যাকাণ্ডের ঘটনার বিষয়ে জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছে। আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত সুমাইয়া ও সানজিদাকে দুই দিনের এবং বাকিদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD