
আমার নারায়ণগঞ্জ:নগরীর জামতলাস্থ পিয়াস দাস ও অন্তরা দাস এর একমাত্র পুত্র আদিত দাসের (মুখেভাত) অন্নপ্রাশন অনুষ্ঠিত হয়েছে। গত ০৬ অক্টোবর সোমবার বিভিন্ন ধর্মীয় আচার ও কৃষ্টির মধ্যে দিয়ে বারদী আশ্রমে আদিতের অন্নপ্রাশন অনুষ্ঠিত হয়েছে।

সনাতন ধর্মে বলা হয়, শিশুর দাঁত উঠার আগেই অন্নপ্রাশন করা উচিত। এর কারণ যদিও অজানা, তারপরও ধরে নেওয়া যায় যে, এ সময়টাতে একটি শিশুর তরল খাবারে আর পুষ্টি সবটুকু চাহিদা পূরণ হয় না। তাকে তখন ভারী খাবার প্রয়োজন আছে বলেই সময়টাকে এভাবে উল্লেখ করা হয়েছে ধর্মীয় বিধানে।

অন্নপ্রাশন, হিন্দুধর্মীয় সম্প্রদায়ের একটি বিশেষ উৎসব। দশবিধ শুদ্ধিজনক সংস্কারের অন্যতম একটি হচ্ছে অন্নপ্রাশন। অন্নের প্রাশন বা ভোজনকে অন্নপ্রাশন বলে। সন্তান ভূমিষ্ঠ হবার পর এ উৎসবের আয়োজন করা হয়। সন্তন যদি বালক হয়, তবে ৬ষ্ঠ কিংবা ৮ম মাসে এবং বালিকা হলে ৫ম কিংবা ৭ম মাসে অন্নপ্রাশন করতে হয়।
