1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

আড়াইহাজারে চোর ধরতে গিয়ে ছুরিকাঘাত, হাসপাতালে যুবকের মৃত্যু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৪১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী বাজারে চুরির ঘটনার জেরে সংঘর্ষে ইমন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইমন ফাউসা গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর (রোববার) রাত আনুমানিক ৮টার দিকে ইমরান নামে এক ব্যক্তি একটি চোরাই রিকশা নিয়ে মারুয়াদী চৌরাস্তা হয়ে আড়াইহাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় এলাকাবাসী তার গতিবিধি সন্দেহজনক মনে করে ধাওয়া দেয়।

এ সময় স্থানীয়রা “চোর চোর” বলে চিৎকার দিলে জনতা ইমরানকে আটক করে। সেখানে লোকজন জড়ো হলে আটক ইমরানের আত্মীয়স্বজন ঘটনাস্থলে এসে ইমরানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় ইমরানের চাচাতো ভাই মোহাম্মদ মোরশেদ বড় ছোরা দিয়ে ইমন নামের এক যুবকের বুকে আঘাত করে।

পরে মারাত্মক আহত অবস্থায় ইমনকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আজ সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। পরিস্থিতি শান্ত রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD