
আমার নারায়ণগঞ্জ ল:নারায়নগঞ্জের সোনারগাঁয়ে জমি দখলের অভিযোগে ভাতিজা মামুনের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার ৪/৫/৬ ধারার মামলায় চাচা আ: হাই শিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আ:হাই শিকদার।শুনানি শেষে আদালত
আ:হাই শিকদারসহ দুইজনকে কারাগারে পাঠান।
নারায়নগঞ্জের সোনারগাঁয়ের আ:লতিফের ছেলে মামুনের মৌজায় বসতবাড়ির জমির জাল দলিল করে তার আ: হাই শিকদার নিজের নামে নামজারি করে সরকারের খাজনা দেন।
আরও জানান, ওই বসতবাড়ি থেকে পরিবারসহ উচ্ছেদ করে ভূমিহীন করতে প্রাননাশের হুমকি দেন। বিষয়টি নিয়ে মামুন আইনজীবীর শরণাপন্ন হন।পরে জানতে পারেন আ:হাই শিকদার জাল দলিল করে তার বসতবাড়ির জমি দখলের চেষ্টা করছেন।